Print Date & Time : 12 September 2025 Friday 10:50 pm

ভেড়ামারায় বস্তাবন্দি লাশ উদ্ধার

কামরুল ইসলাম মনা, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার ভেড়ামারা হাইস্কুল গলির তেল মিলের পাশে ড্রেন ও আবর্জনাযুক্ত স্থানে লোকমান নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ আগষ্ট)সকালে ওই স্থান থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী জিন্নাত আরা টুম্পা লাশটি সনাক্ত করেন।

নিহত লোকমান রক্সি পেইন্ট রংয়ের কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসাবে  চাকুরিরত। গত ১ তারিখ সকাল থেকে তিনি নিখোঁজ বলে জানান নিহতের স্ত্রী টুম্পা। নিহত লোকমান হোসেনের বাড়ি খুলনার বাগেরহাটের মোড়লগন্জে। তিনি চাকুরির সুবাদে কুষ্টিয়া চৌঢ়হাসমোড়ে বাসা বাড়িতে থাকতেন।

ভেড়ামারা থানা পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান আমাদের কে জানান, তদন্ত চলছে! খুব শীঘ্রই এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন হবে আশাবাদী।

আর/দৈনিক দেশতথ্য//৩ আগষ্ট-২০২২//