Print Date & Time : 25 August 2025 Monday 2:03 am

ভেড়ামারায় বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

জাহিদ হাসান(ভেড়ামারা): কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পৌরসভার রেল বাজারে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 এ সময় পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ না করা, অধিক মূল্যে পণ্য বিক্রি ওজনে কম দেওয়া ও পন্যের গায়ে অগ্রিম তারিখ দেওয়ায় ৪টি দোকানদারকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন এই আদালত। 

গতকাল মঙ্গলবার (৯ই জুলাই) দুপুর ১২ টায়  সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  আনোয়ার হোসাইন এবং কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল যৌথ ভেড়ামারা পৌরসভার রেল বাজারে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকারের স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক ও ভেড়ামারা থানার পুলিশ উপস্থিত ছিলেন। 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  আনোয়ার হোসাইন তিনি জানান,  অনিক বেকারী প্যাকেটজাত খাদ্যপন্যের এ্যাডভান্স তারিখ ও ফ্রিজিয়ে ভেতরে অপরিষ্কার, বাসি খাবার রাখার অপরাধে দশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় এবং ভেড়ামারা পাবনা সুইট দই’র মাটির হাড়ীর ওজন ঠিকঠাক পরিমান না থাকায়, ওজনে কমা দেওয়া এবং মিষ্টির খালি প্যাকেটের ওজন বিভিন্ন গড়মিল থাকায় পনের হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এসময় উভয় দোকানদার  তারা তাদের ভুল স্বীকার করেন এবং দন্ডপ্রাপ্ত অর্থ ভ্রাম্যমান আদালকে প্রদান করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট  আনোয়ার হোসাইন জানান, নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্য তালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে। 

তিনি আরও জানান, ভোক্তাদের চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ জুলাই ২০২৪