Print Date & Time : 16 September 2025 Tuesday 1:11 am

ভেড়ামারায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদ হাসান:

কুষ্টিয়ার ভেড়ামারায় ৩রা সেপ্টেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও ১১ ই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারা মুক্তি দিবস এবং ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১৪ই সেপ্টেম্বর) ভেড়ামারা কোচ ষ্ট্যান্ডে বিকেল ৪ টায় ভেড়ামারা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী বিএনপির সদস্য সচিব শাহাজান আলী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এস এস আল-হুসাইন সোহাগ।

ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব ওয়াশিম আকরাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মকলেছুর রহমান সবুজ, উপজেলা সেচ্ছাসেবক দলে যুগ্ম আহবায়ক ও মোকারেমপুর ইউনিয়নের সাংগঠনিক আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল প্রমূখ।