জাহিদ হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ঐতিহাসিক ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গতকাল সোমবার (১৩ই অক্টোবর) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ২নং দলীয় কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বুয়েটের সাবেক ভিপি ব্যারিস্টার তারিক বিন আজিজ।
এ সময় তাঁরা ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ ও আগামী দিনের আন্দোলনকে জনবান্ধব করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ব্যারিস্টার তারিক বিন আজিজ জানান, “৩১ দফা শুধু একটি কর্মসূচি নয়, এটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। দেশের জনগণ এই কর্মসূচিকে বুকে ধারণ করেছে।”
ফরিদা ইয়াসমিন জানান, “আমরা বিশ্বাস করি—জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকতে পারবে না। এই ৩১ দফাই হবে মুক্ত বাংলাদেশের ভবিষ্যৎ।”
দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সঞ্চার করবে। উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা।

Discussion about this post