জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া): বৈষম্য বিরোধী আন্দোলনের উপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলা ও জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা- কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪ টার সময় জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি বাজারের উপর বৈষম্য বিরোধী আন্দোলনের উপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলা ও জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা- কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি সহ সভাপতি ও মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হক।
প্রধান বক্তা ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী।
আরো বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, বাহাদুরপুর ইউপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউপির বিএনপির সভাপতি এনামুল হক টেংরা, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য শিহাবুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি নেতা জামাল উদ্দিন প্রমুখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ আগষ্ট ২০২৪