জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): “এক দেশ এক ভাড়া, ট্রাক চলবে চাঁদা ছাড়া” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসের বণার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ই মার্চ) দুপুর দেড়টায় ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) ভেড়ামারা উপজেলা শাখা উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলায় আলোচনা সভার আয়োজন করে।
ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি আবু ওবাইদা আল মাহাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি মোহাঃ আসমান আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, মিরপুর ধবইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সামসুল হক, প্রতিভা স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক ফিরোজ মাহমুদ।
ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি ডা. শরিফুল আজম, সহ সাধারণ সম্পাদক ডা. নাহিদুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রাসেল ডলার, অর্থ সম্পাদক জহিরুল কবীর নবীন, দপ্তর সম্পাদক শওকাই জামিন রাসেল, আইন ও লিগ্যাল এইড সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর হোসেন পনব, শিক্ষা ও স্বাস্থ্য সেবা মনিটরিং বিষয়ক সম্পাদক মাহামুদুল্লাহ হোসেন সোহেল, বিদ্যুৎ ও জালানী মূল্য মনিটরিং সম্পাদক বাহমান কবির কোহেন, ইভটিজিং ও সাইবার ক্রাইম মনিটরিং সম্পাদক জামান হোসেন, যাত্রী সেবা ও পরিবহন ভাড়া মনিটরিং বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, শাখা বিষয়ক সম্পাদক রাজিব আলী, কার্যনির্বাহী সদস্য দিনার ইসলাম।

Discussion about this post