জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি (মহিলা-পুরুষ) মৌলিক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৮ই মে) সকাল ৯ টায় জুনিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।
এসময় আরো উপস্হিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আসাদুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আরিফুল ইসলাম, ইউনিয়ন দলনেত্রী মোছাঃ সুমি খাতুন, ইউনিয়ন আনসার কমান্ডার মাহমুদ হাসান সহ অত্র ইউনিয়নের আনসার ও ভিডিপি ক্লাবের সাধারণ সম্পাদক।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, এটি অত্যন্ত যুগ উপযোগী একটি প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন পুরুষ ৩২ জন ও মহিলা ৩২ জন সহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী। তারা প্রশিক্ষণ শেষে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের সুযোগ পাবে এবং সরকারি বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করতে পারবে।

Discussion about this post