Print Date & Time : 14 September 2025 Sunday 11:55 am

ভেড়ামারায় ভিশন ইংলিশ মডেল স্কুল পরিদর্শন 

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় অন্যতম আধুনিক ও উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ভিশন ইংলিশ মডেল স্কুল পরিদর্শন করা হয়েছে। 

গতকাল বুধবার (২রা অক্টোবর) দুপুরে কাচারীপাড়া চার রাস্তা মোড়ের অবস্থিত উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান ভিশন ইংলিশ মডেল স্কুল পরিদর্শন করেন, ভেড়ামারা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম ও ভেড়ামারা সদর ক্লাস্টার সহকারী শিক্ষা অফিসার মোছাঃ ইয়াছমিন খাতুন।

এসময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম সহ শিক্ষকমন্ডলীদের উদ্দেশ্যে শিক্ষা অফিসার বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিক্ষার্থীদের পরিবার তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছে। তাদের ভরসা অক্ষুন্ন রাখবেন। শিক্ষার্থীদের ভেতরের সম্ভাবনাকে বিকশিত করা আপনাদের কাজ। সুতরাং ক্লাসের পড়া, ক্লাসেই শেষ করাবেন। 

হা/02/1024 dtbangla