শুনারও কেউ নেই দেখারও কেউ নেই
কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুর ইউনিয়ন সাতবাড়িয়ার দক্ষিণে মাটির উপরেই চলছে রাস্তার কার্পেটিং। ধরমপুর ইউপির ভবানীপুর ৫ বিলের মোড় থেকে ভিটা যাইতে রোডের কাজে মাটির উপরেই চলছে রাস্তার কার্পেটিং এর কাজ। যেন দেখার কেউ নেই। এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা আবুল হাসেম মহোদয় কে একাধিক বার রিং করলেও তিনি কেটে দেন। বিষয় টি রহস্যময়। নেই কোন দায়বদ্ধতা। উপজেলা এলজিইডি অফিসের কিছু অসাধু কর্মকর্তার জন্য রাস্তার কাজে হচ্ছে নানা অনিয়ম। বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারকে অবগত করলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি আমার কানে এসেছে। তাৎক্ষণিক আমি কাজ বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছি। আজ মঙ্গলবার সকালে ধরমপুর ইউপি চেয়ারম্যানকে নিয়ে ঘটনা স্থানে পরিদর্শন করবো।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ৬,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post