ভেড়ামারা শহরের চামড়া পট্রিতে শুক্রবার (১৯শে মে) রাতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ দুইজনকে হাতে-নাতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ভেড়ামারা কাচারি পাড়া নিবাসী বক্কর মেকারের পুত্র আহসান হাবিব ঝলক ও চাঁদগ্রাম নিবাসী মৃত নুরবক্সের পুত্র নিপু। তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ২০, তাং- ২০/০৫/২০২৩ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪ (খ)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাব্বির হোসেন জানান, শহরের সনো গলি, চামড়া পট্রি, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের আশেপাশে, ব্র্যাক অফিসের সামনে, মাইক্রোষ্ট্যান্ড এলাকায় ঝলক ও নিপু নামের দুইজন মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করে আসছে। এরই প্রেক্ষিতে গত শুক্রবার (১৯শে মে) রাতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম ক্রেতা সেজে মাদক বিক্রেতা ঝলক ও নিপুর নিকট পৌঁছায়। কথাবার্তার এক পর্যায়ে মাদক বিক্রেতা ঝলক ও নিপুর কাছে থাকা ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্য ডিবি পুলিশের নিকট দিতে গেলে ০৮ (আট) বোতল ফেন্সিডিল সহ তাদের কে গ্রেফতার করা হয়। পূর্বেও তাদের বিরুদ্ধে ভেড়ামারা ও দৌলতপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। তারা নিজেদেরকে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক বলে পরিচয় দেয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২০ মে ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post