কুষ্টিয়া প্রতিনিধি ।। কুষ্টিয়ার ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মাঝে সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা উপজেলা পরিষদের মিলনায়তনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক ইস্যূকৃত স্মার্ট আইডি কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়। ভেড়ামারা উপজেলার বর্তমানে জীবিত ১০৮ জন মুক্তিযোদ্ধা এবং প্রয়াত ১০০ জনসহ সর্বমোট ২০৮ জন মুক্তিযোদ্ধা ও পারিবারিক উত্তরসূরীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট আইডি কার্ড ও সনদপত্র প্রদান করা হয়।
এ উপলক্ষে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারে সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলম জাকারিয়া টিপু। আর//দৈনিক দেশতথ্য//২৬ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post