জাহিদ হাসান : কুষ্টিয়ার ভেড়ামারায় যাকাত ও ওশর শীর্ষক সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৫শে মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ মসজিদ মিশন ভেড়ামারা উপজেলা শাখা আয়োজিত উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা মসজিদ মিশনের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ভ. আ ছ ম তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, মসজিদ মিশনের কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, সেক্রেটারি ড. নূরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা মসজিদ মিশনের উপদেষ্টা জালাল উদ্দিন, হাফেজ হারুনার রশিদ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন, আলহাজ্ব মোলায়েম হোসেন।