Print Date & Time : 26 July 2025 Saturday 4:06 pm

ভেড়ামারায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকর বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪শে জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে রুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও কুষ্টিয়া বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রব তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস প্রমূখ।