জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দর্জি সালামের (৪৫) বিরুদ্ধে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দর্জি সালামকে গণধোলাই দিয়ে ভেড়ামারা থানা পুলিশে সোপর্দ করেছে।
গতকাল শনিবার (৪ঠা জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোকাররমপুর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষক সালাম একই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার ৬ বছরের মেয়ে তার সমবয়সী খালাতো বোনের সাথে বাড়ির পাশের মাঠে ফুল কুঁড়াতে যায়। সেখানে সালাম দর্জি নামের একজনের টেইলার আছে। সে খেলনা পুতুল ও আমার মেয়ের জামা বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তার রুমে নিয়ে যায়। তার সমস্ত জামা কাপড় খুলতে বলে মাপ নেওয়ার জন্য। কিছুক্ষণ পর আমার মেয়ে বাড়িতে এসে কাঁদতে থাকে।সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ দেখে ডাক্তাররা মেয়েকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আমার মেয়ে ৮ দিন আগে তার নানির বাড়িতে এসেছিল। আমার ছোট মেয়ের সাথে যে এই অন্যায় করেছে আমি সেই কুলাঙ্গারের ফাঁসি চাই। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে এসে আমি ভেড়ামারা থানায় মামলা করব।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, “৭ বছরের একটি শিশুকে তার বাবা মা আজ (শনিবার) সকাল সাড়ে ১১ টায় হাসপাতালে এনেছিল।তার শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত চিহ্নিত হয়েছে।উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেছি।”
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে আমরা সালাম নামের এক দর্জিকে গ্রেফতার করেছি। হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলে জানতে পেরেছি শিশুটির শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত আছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post