“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল বুধবার (১৮ই অক্টোবর) সকাল ৯ টায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া মোনাজাত, বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা, প্রজেক্টর এর মাধ্যমে উক্ত দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার, বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা- দৌলতপুর) সার্কেল মহসীন আল মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, ভেড়ামারা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল হাসেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম, তথ্য সেবা আপা কর্মকর্তা তানিয়া খন্দকার, সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান প্রমূখ।
এছাড়াও ভেড়ামারায় বিভিন্ন স্কুল- কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০ তম জম্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ অক্টোবর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post