ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিক মিন্টু ও তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর সহ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. মিন্টু (৩২) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- মো. আলামিন (২৭), মো. সুমন (৩৫), মো. লিটন (৩৫), মো. জহুরুল (২৫) এবং অজ্ঞাত আরও চার-পাঁচজন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারার বাঙ্গালপাড়া গ্রামের সোলেমান মাজারের সামনে কুদ্দুসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মিন্টুর ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা পরিকল্পিতভাবে পথরোধ করে মিন্টুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর শুরু করে। এ সময় আলামিনের হাতে থাকা কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করা হয়। সুমন তার হাতে থাকা হাতুড়ি দিয়ে মিন্টুর বাম বাহুতে আঘাত করেন। অন্য অভিযুক্তরা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে।
এ সময় মিন্টুর পকেটে থাকা নগদ ৯০ হাজার টাকা ও তার ব্যবহৃত লাল-কালো রঙের টিভিএস মোটরসাইকেল (যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ্য করেছেন সাংবাদিক মিন্টু।
অভিযোগে আরও বলা হয়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মিন্টুর স্ত্রী মোছা. লাকি (২৬) বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তার পথরোধ করে। কথা না বলেই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে তার গাল, মুখ, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তারা তার কানের ৪ আনা ওজনের স্বর্ণের দুল (যার বাজারমূল্য ৩৮ হাজার ৫০০ টাকা) ছিনিয়ে নেয়।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মিন্টু ও তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post