Print Date & Time : 23 August 2025 Saturday 10:53 am

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

জাহিদ হাসান, ভেড়ামারা(কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়। 

গতকাল বুধবার (২০শে আগষ্ট) বিকেল ৫ টায় ভেড়ামারা  ডাকবাংলা চত্বরে  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভেড়ামারা  উপজেলা ও পৌর শাখার  আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে  পালিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের মনিরুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  শাহাজান আলী।

তিনি বলেন, বৈষম্য বিরোধী  ছাত্র- জনতার যুক্তিক আন্দোলন ও গণঅভ্যর্থ শাহাদাত বরণকারীদের শহীদের  স্মরণে এবং গণহত্যাকারী খুনি হাসিনা সহ তাদের দোসরদের বিচার করা হবে।

  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা জামাল হোসেন। আরো বক্তব্য রাখেন, আতিয়ার রহমান আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, কাইয়ম আহবায়ক জুনিয়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, রাজন আলী যুগ্ম আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, আলাল হোসেন আহবায়ক মোকারিমপুর ইউনিয়ন, লালন আহবায়ক ধরমপুর ইউনিয়ন, লাল চাঁদ বাহাদুরপুর ইউনিয়ন, আকরাম আহবায়ক বাহিরচর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২০ আগষ্ট  ২০২৪