Print Date & Time : 21 August 2025 Thursday 6:16 am

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

জাহিদ হাসান: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২০শে আগষ্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দল কতৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভেড়ামারা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহাজান আলী।

ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব এস এস আল-হুসাইন সোহাগ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকারিয়া উৎপল, উপজেলা সেচ্ছাসেবক দলে যুগ্ম আহবায়ক আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক রাজন আলী, কৃষকদলের আহবায়ক রিপন, সদস্য সচিব রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মকলেছুর রহমান, সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল সহ স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের সেচ্ছাসেবক নেতা এবং বিপুলসংখ্যক যুবসমাজ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “সেচ্ছাসেবক দল একটি দেশপ্রেমিক ও গণতান্ত্রিক সংগঠন। জাতির সংকটময় মুহূর্তে সংগঠনটি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তারা আরো উল্লেখ্য করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। সমাবেশ শেষে বৃক্ষরোপণ করা হয়।