ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাচন উপলক্ষো গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা চত্বরে দায়িত্ব পালনকারী পি সি, এপিসি,এবং আনছার ও ভিডিপি সদস্যদের যাচাই বাছাই এর কার্যক্রম উদ্বোধন করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
তিনি এই সময় আনসার ভিডিবি বাছাই কার্যক্রমের সময় তিনি বলেন, ভেড়ামারা উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য আনসার-ভিডিপির সদস্যরা নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আনোয়ার হোসাইন, উপজেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান,ও প্রশিক্ষক আইরিন রহমান।
উল্লেখ্য,নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সারা দেশের সব ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সের নিরাপত্তায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রায় ৯শ’ সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করার লক্ষ্যে নিয়োগ নিরপক্ষ ভাবে বাছাই করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ মে ২০২৪

Discussion about this post