Print Date & Time : 27 August 2025 Wednesday 7:03 pm

ভেড়ামারা এডভোকেসি সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় নতুন প্রকল্পের আওতায় গ্রামের গর্ভবতী মহিলাদের সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্যএডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভেড়ামারা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলায় সচেতন সোসাইটির উদ্যোগে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা মো: আবু নাসির, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, সচেতন সোসাইটির ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার মো: শাহীন মিয়া, মনিটরিং অফিসার মো: নাজমুল হক, উপজেলা সুপারভাইজার মো: রাজু আহমেদ সহ সিএম, জিএসএম, শিক্ষক, কাজী, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধি

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৬ ফেব্রুয়ারী ২০২৩