জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান’২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ও সরকারি কলেজে ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ইয়াসমিন খাতুন, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিল উল্লাহ, সহকারি অধ্যাপক মনোয়ার হোসেন, প্রভাষক আমিরুল ইসলাম, প্রভাষক আনিছুর রহমান, প্রভাষক সাইফুল ইসলাম, সরকারি ভেড়ামারা পাইলট মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, সাংবাদিক জাহিদ হাসান, মাদ্রাসার সুপার হাফেজ ফয়জুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিণ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজা খাতুন। সর্বশেষে প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র-ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

Discussion about this post