জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুরে ভেড়ামারা উপজেলা বিএনপির এক অংশের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতির সাবেক কোষাধক্ষ্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
গতকাল শনিবার (২রা নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় মিরপুর ছত্রগাছায় ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নিজ বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার
সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহজাহান আলী, ভেড়ামারা উপজেলা ছাত্রদল প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজী মনিরুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোহাসিন রেজা, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া, ভেড়ামারা উপজেলা যুবদল সাবেক সভাপতি জামাল উদ্দিন, ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক নাহারুল ইসলাম বকুল, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী রাজন আলী, ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক সাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফুল হক স্বপন, যুবদল নেতা আশরাফুল ইসলাম রিপন, ভেড়ামারা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, ভেড়ামারা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান সবুজ, মোকারিমপুর ইউনিয়ন যুবদল নেতা শাহিনুজ্জামান শাহিন, ভেড়ামারা উপজেলা ছাত্রদল সদস্য সচিব ওয়াসিম আকরাম, ভেড়ামারা উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক শাকিব, কুষ্টিয়া জেলা ছাত্রদল সদস্য নিলয় গাজী, ছাত্রদল নেতা চমন গাজী প্রমুখ।
উল্লেখ্য, গত ৫শে আগস্টের পর থেকে এখন পর্যন্ত ভেড়ামারা উপজেলা বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে সার্বিক খোঁজ খবর সম্পর্কে মতবিনিময় হয়।
এহ/02/11/24/ দেশ তথ্য
প্রিন্ট করুন
Discussion about this post