কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজমান। উচ্চ আদালতের নির্দেশনা সত্বেও ব্যবসায়ীদেরকে জোরপূর্বক তাদের দোকানপাট থেকে উৎখাতের ষড়যন্ত্র।
বিষয়টি অবগত করবার জন্য ব্যবসায়িক সমাজ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ আজ বুধবার সকালে ভেড়ামারা থানা ও ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করেন। নেতৃবৃন্দ এ সময় সর্বস্তরের ব্যবসায়ীদের পেটে লাত্থি মারার চক্রান্তের নিন্দা জ্ঞাপন করেন এবং সেই সাথে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের কে বিষয়টি অবহিত করেন।
ব্যবসায়ীদের দাবি, কাল্পনিক উন্নয়নের নামে তাদেরকে বলী দেয়া যাবেনা। তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার পরিনাম ভালো হবে না। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আবু দাউদসহ সর্বস্তরের দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উচ্ছেদের নামে গত কয়েকদিন আগে মার্কেটের দোকান গুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের তুমুল প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করে। ব্যবসায়ীদের সাথে এরকম অনৈতিক আচরণের প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ সেপ্টেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post