Print Date & Time : 25 August 2025 Monday 9:07 am

ভেড়ামারা সমিতির “ফ্যামিলি ডে”র রেজিস্ট্রেশন উদ্বোধন 

ভেড়ামারা প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও ভেড়ামারা সমিতির উদ্যোগে ঢাকায় “ফ্যামিলি ডে-২০২৪” রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 

গত বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) রাজধানীর গুলশানে ভেড়ামারা সমিতির আজীবন সদস্য ও পুলিশের সাবেক ডিআইজি এ.এইচ.এম নুরুদ্দীন (আবু এস.পি) সর্ব প্রথম রেজিস্ট্রেশন ফর্মপূরণ করে “ফ্যামিলি ডে”র রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা সমিতির সহ-সভাপতি আলিম আল রাজী বাবু, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ টেলিভিশন সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জল ও অর্থ সচিব মোস্তাফিজুর রহমান রিপন।

ভেড়ামারা সমিতির মহাসচিব ও নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান সুমন জানান, আগামী শুক্রবার (০৯ ফেব্রুয়ারী) রাজধানীর সন্নিকটে শাইরা গার্ডেন রিসোর্ট এ “ফ্যামিলি ডে-২০২৪” অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমিতির আজীবন সদস্যদের “ফ্যামিলি ডে” সফল করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও দল, মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ “ফ্যামিলি ডে” তে অংশ গ্রহন করবে বলে আশা করা যাচ্ছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ জানুয়ারী রাত ১০ টা পর্যন্ত।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ জানুয়ারি ২০২৪