Print Date & Time : 18 July 2025 Friday 4:42 am

ভেড়ামারার ডাঃ এ কে এম কাওছার হো‌সেনের স্বরণে দোয়া

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার দৈনিক ইত্তেফাকের বর্ষীয়ান সাংবাদিক, পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ডাঃ একেএম কাওসার হোসেনের মৃত্যুতে আজ রোববার বাদ যোহর মধ্যবাজার দারুল কুর-আন মাদ্রাসার উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহাতারিম হাফেজ আলহাজ্ব আঃ হামিদ। উপস্থিত ছিলেন দারুল কুর-আন মাদ্রাসার সভাপতি আঃ হান্নান, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর খসরুজ্জামান ফারুক, বিপ্লব হোসেন. হাফেজ মকবুল হোসেন, ডাঃ কাওছার হোসেনের ছোট ভাই ও ‌ভেড়ামারা প্রেসক্লা‌বের সভাপ‌তি জাহাঙ্গীর হো‌সেন জু‌য়েল প্রমুখ।