Print Date & Time : 13 September 2025 Saturday 2:05 pm

ভেড়ামারায় কুরিয়ার সার্ভিসের শুভ উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে এ জে আর পার্সেল এবং কুরিয়ার সার্ভিসের।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়ায় বিনামূল্যে চিকিৎসালয় সংলগ্ন স্থানে এই কুরিয়ার সার্ভিসটি উদ্বোধন করা হয়।

এ সময় লাল ফিতা কেটে উদ্বোধন করেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল। এজেআর কুরিয়ার সার্ভিসের ভেড়ামারা সুপার এজেন্ট সাংবাদিক শাহ্ জামাল’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।

উপস্থিত ছিলেন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, বিশিষ্ট লেখক, কলামিষ্ট ভেড়ামারা আল হেরা একাডেমীর অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আলহাজ্ব আনছারুল হক, কবি মোজাম্মেল হক, হাজী কল্যান পরিষদের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব জৈমুদ্দীন আহমেদ, ঢাকা ট্রান্সপোর্টের প্রতিনিধি বাবুল আখতার, ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের পরিচালক নোমান জহির রাজা, আকিজ লাইফ ইন্সুরেন্স’র ইনচার্জ আহসান হাবীব, সানলাইফ ইন্সুরেন্স ইনচার্জ সেলিম রেজা, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের অর্থ বিষায়ক সম্পাদক উজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আসাদ আলী, তৌহিদুল ইসলাম প্রমুখ।
শাহ্ জামাল

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ আগস্ট ২০২৩