ভেড়ামারা প্রতিনিধি ॥ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় ভেড়ামারা উপজেলায় শিশু বিবাহ নিরসনকে প্রাধান্য দিয়ে কিশোর-কিশোরীদের কল্যানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি প্রকল্পের অধীনে শিশু বিবাহের বিপক্ষে কিশোর কিশোরীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা,র্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকাল ১০:০০ঘটিকায় অনুষ্ঠিত হয়। শুরুতেই শিশু বিবাহের বিপক্ষে জনসচেতনতা তৈরীতে ভেড়ামারা উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালীটির নেতৃত্বে ছিলেন দীনেশ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা,ভেড়ামারা,কুষ্টিয়া। র্যালী শেষে ২টি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক গ্রুপে অংশগ্রহণকারীরা ছিল বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ও খ গ্রুপে ছিল নবম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। অতিথি হিসাবে আলোচনা সভায় অংশ নেন ফারুখ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আলমগীর হোসেন, সহকারী প্রোগ্রামার, আইসিটি, মোঃ লোকমান হোসেন, প্রধান শিক্ষক, সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়, মোঃ মাহমুদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেড়ামারা এবং কিশোর কিশোরী প্রতিনিধি হালিমা খাতুন ও শেখ রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জীবন্নাহার খাতুন, প্রকল্প সমন্বয়কারী, সহযোগিতায় ছিলেন রকিবুল ইসলাম কর্ণেল, উপজেলা সমন্বয়কারী। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আরিফুল ইসলাম,ওয়াজেদ আলী ও সালমা খাতুন,ফ্যাসিলিটেটর।

Discussion about this post