Print Date & Time : 24 August 2025 Sunday 10:32 pm

ভেড়ামারায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

“মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার (৭ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে র‌্যালি ও বেলুন উড়িয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ‍্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র নাঈমুল হক, সাংবাদিক ডা. আমিরুল ইসলাম মান্নান, আরিফুজ্জামান লিপটন, জাহিদ হাসান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, পুষ্টি কমিটির সদস‍্য বৃন্দ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ জুন ২০২৩