Print Date & Time : 12 September 2025 Friday 11:04 pm

ভেড়ামারায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুর ১২ টায় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাকী আক্তার এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, আওয়ামীলীগ নেতা জিকরুল ইসলাম বজলু, যুবলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অটো সিএনজি সমিতির নেতা সোলাইমান চিশতি প্রমূখ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৫ফেব্রুয়ারি ২০২৩