Print Date & Time : 27 August 2025 Wednesday 1:45 am

ভেড়ামারায় প্রশিক্ষণ পরিদর্শনে ড. মোনালিসা

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মসূচী পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) ড. মোনালিসা খান।

গতকাল শুক্রবার বিকাল ৩ টায় তিনি ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন।

ভেড়ামারা,দৌলতপুর, মিরপুর ও কুষ্টিয়া সদরের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম, সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন, প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
পরিদর্শনকালে মাউশি‘র উপ-পরিচালক (প্রশিক্ষণ) ড. মোনালিসা খান প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//