কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে ‘আমরা ও পারি’ সংস্থার উদ্যেগে বিনামূল্যে হতদরিদ্র অসহায় আলেয়া বেগমের পরিবারকে দুইকক্ষ বিশিষ্ট একটি বাড়ির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি প্রভাষক ফয়জুল হাসান রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা পারি’ সংগঠনের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লন্ড, সহ-সভাপতি খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক রুহুল আমীন ইউপি মেম্বার শফিকুল ইসলাম, মহিলা মেম্বার শেফালী খাতুন, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক মোল্লা ফিরোজ রায়হান বাদল-সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্বেচ্ছাদানের ভিত্তিতে আমরাও পারি সংগঠনের উদ্যোগে প্রতি বছর একজন দরিদ্র মানুষের ঘর করে দেয়া হয়। এছাড়াও দরিদ্র পরিবারদের টিওবয়েল স্থাপন করা হয়। এ বছর মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মৃত পলাণের বিধবা স্ত্রী আলেয়া বেগম দুইকক্ষ বিশিষ্ট ঘর করে দেওয়া হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ এপ্রিল ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post