কুষ্টিয়ার ভেড়ামারায় যুবলীগের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা চত্বরে যুবলীগের উদ্যোগে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ যুব সমাবেশ হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান আতা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, আনোয়ার হোসেন গামা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post