Print Date & Time : 12 September 2025 Friday 4:27 am

ভেড়ামারায় শিক্ষক দিবস উদযাপন

কুষ্টিয়া ভেড়ামারায় শিক্ষক দিবস উদযাপন
উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৫শে অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা পরিবার এর আয়োজনে র‍্যালি উপজেলা চত্বরের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন।

আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের অধ‍্যক্ষ মোহাঃ খলিল উল্লাহ্, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক,সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মোঃ মাসুদ করিম, হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ অক্টোবর ২০২৩