কুষ্টিয়া ভেড়ামারায় কুখ্যাত সন্ত্রাসী, মোস্তাফিজুর রহমান শোভন গং কতৃর্ক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভেড়ামারা পৌর শাখার আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামানিককে নিশংস ভাবে গুলি ও কুপিয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৩ই আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তুমুল বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ভেড়ামারা বাসষ্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।
উক্ত সমাবেশে ভেড়ামারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলাইমান মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনিরুল হাসান শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম বিশ্বাস, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, সহ- সভাপতি আনোয়ার হোসেন গামা, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ, জুনিয়াদহ ইউপির চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কারিবুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন, নিহত সঞ্জয়ের দুলাল চন্দ্র প্রামানিক, নিহত সঞ্জয়ের স্ত্রী বিথী রানী প্রামানিক, নিহতের ছোট ভাই সম্পদ কুমার সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নিহত সঞ্জয় কুমার প্রামানিককে নিশংস হামলার নেতৃত্ব দেওয়া মোস্তাফিজুর রহমান শোভন একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এ পর্যন্ত বহুজনকে জখম করেছে। আগামী দুর্গা পুজা উদযাপনে মেলার মাঠ দখল নিতে হিন্দু সাম্প্রদায়ের বাড়িতে হামলা চালায় এই শোভন ও তার ক্যাডার বাহিনী।
আরো বলেন, আমাদের দলের নেতা সঞ্জয় প্রামানিক এর প্রতিবাদ জানাই। এই আক্রোশে রাতের আধারে সঞ্জয় প্রামাণিককে গুলি করাসহ কুপিয়ে জখম করা হয়। বুধবার (০৯ আগস্ট) সকাল ৮.৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ভাইদের বলতে চাই সঞ্জয়ের উপর যে সকল অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। তা অতিদ্রুত উদ্ধার করুন এবং অবিলম্বে দ্রুত বিচার এর মাধ্যমে সঞ্জয় হত্যাকারীদের ফাঁসির দাবি করেন। এর ব্যত্যয় হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে জানান।
উল্লেখ্য, স্থানীয় আধিপত্য ও ভেড়ামার শহরের জগৎ জননী মন্দিরের কমিটি গঠন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের বিরোধের জেরে বুধবার (০২ আগস্ট) রাত ১১ টায় ভেড়ামারা গোডাউন মোড়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিকের ওপর মোস্তাফিজুর রহমান শোভন গং কতৃর্ক হামলা হয়। এ সময় উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখমসহ গুলিতে গুরুতর আহত হয় সঞ্জয়। পরে বুধবার (০৯ আগস্ট) সকাল ৮.৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ আগস্ট ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post