Print Date & Time : 27 August 2025 Wednesday 8:52 pm

ভোটে অনিয়মের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রির্টার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম বলেছেন, প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের ন্যায়, নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ভোটারগন যাতে ভয়ভিতি না পেয়ে প্রতিটি ভোট কেন্দ্র গিয়ে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন সে জন্য ভোট গ্রহন কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।

আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৩৬, টাঙ্গাইল-০৭ মির্জাপুরে ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসারদের) প্রশিক্ষণ কর্মশালা এবং রিটার্নিং অফিসারের সঙ্গে মতবিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার )৩০ ডিসেম্বর) মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪০ জন প্রিজাইডিং অফিসার, ৮৭৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৭৫৬ জন পুলিং এজেন্টসহ ২৭৭৩ জন ভোট গ্রহণ কর্মকর্তা দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রির্টার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম।
এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ুর রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরফুদ্দিন, মির্জাপুর উজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন, মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাইল করিম ও এসিল্যান্ড মাসুদুর রহমান উপস্থিত ছিলেন

দৈনিক দেশতথ্য//এইচ//