রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না।’বাউফল পৌর শহরের বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন তার নিজ বাসভবনে সামনের গেটে এমন লেখা সংবলিত প্লেকার্ড লাগিয়েছে। তিনি উপজেলা বিএনপির কনিষ্ঠ যুগ্ম আহবায়ক। তার বাবা মরহুম সৈয়দ আহমেদ মিয়া ছিলেন বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।
আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিভিন্ন মার্কার প্রার্থী ও প্রচার কর্মীরা তার বাসায় গিয়ে ভোট চান। এ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি তার বাসভবনে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না।’ এ লেখা সংবলিত প্লেকার্ড তার বাসার সামনের গেটে সাঁটিয়ে দেন।
বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন বলেন,যেহেতু আমি বিএনপির নেতা, আমার দল এ সরকারের সময়ে সব ধরণের নির্বাচন বর্জন করেছে। যেহেতু আমি ভোট দিবোনা, আমার কাছে কেউ ভোট চাইলে বিভ্রতবোধ করি। তাই এ পরিস্থিতি এড়াতে আমি বাসার গেটে এ ধরণের লেখা সাঁটিয়ে দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন,বাংলাদেশে নির্বাচনে একটি আইন রয়েছে ।একজন ভোট নাও দিতে পারে কিন্তু অন্যকে ভোট দিতে বাধা দিতে পারবে নাহ।নিরুৎসাহী করতে পারবেনা।এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post