নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় খেটে খাওয়া দিনমজুর সাধারণ ভ্যান চালকদের এক বছরের পৌর ট্যাস্ক বিনামূল্যে উপহার দিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) এমপি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁন।
তার মহৎ এই কাজকে সাধুবাদ জানিয়েছে কুষ্টিয়াবাসী। আলহাজ্ব আনোয়ার খান একেরপর এক মানবসেবা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যার কারণে জনগণ তাকে ডাকেন মানবতার ফেরিওয়ালা। ধর্ম বর্ণ নির্বিশেষে হযরত ওমর (র:) এর মতো করেই আলহাজ্ব আনোয়ার খানের সমাজসেবামূলক কাজগুলো দৃশ্যমান। গরিব ঘরের মেয়েদের বিবাহ দেওয়া,আগুনে পুড়ে যাওয়া ঘর পূর্ণ নির্মান, বন্যায় ক্ষতিগ্রস্থ মানবেতর জীবনযাপন করা পরিবারের পাশে দাঁড়ানো, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, বস্তি এলাকাগুলোতে নিয়মিত খোঁজখবর, হাসপাতালে মুমূর্ষু রুগীদের খোঁজ খবর ইত্যাদি সহ একাধিক সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা রাখছেন আলহাজ্ব আনোয়ার খান। এরই ধারাবাহিকতায় তার চোখে পড়ে দিনমজুর খেটে খাওয়া ভ্যানচালকদের অসহায়ত্ব, তিনি নিজ থেকে তাদের নিকট গিয়ে তাদের সমস্যাগুলো শুনে তাদের পাশে দাঁড়ান। ভ্যান চালকদের সম্পূর্ণ এক বছরের পৌর ট্যাক্স নিজ থেকে পরিশোধ করেন আলহাজ্ব আনোয়ার খান। তিনি ইতিমধ্যে সাংস্কৃতিক রাজধানীর সবথেকে গুরুত্বপূর্ণ দুইটি উপজেলা ও কুষ্টিয়া-৪ আসন (খোকসা-কুমারখালি) এর জনগণের নিকট আস্থাবান হিসেবে পরিচিতি লাভ করেছেন। জানা যায়, আলহাজ্ব আনোয়ার খান তার এই জনসেবা মূলক কাজকে আরও বেগবান ও গতিশীল করতে জনগণের অনুরোধে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী হয়েছেন। দলটির হাতপাখা প্রতিক নিয়ে জনগণের উচ্ছ্বাস চোখে পড়ার মতো, জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আলহাজ্ব আনোয়ার খান। খোকসা কুমারখালি আসনের জনগণ বলেন, মাঝে মাঝে খান সাহেবের অনেক কাজ দেখেই আমরা আশ্চর্য হই। তিনি কোন মিডিয়া ট্রায়াল বা অন্য কারোর অপেক্ষা করেন না। নিরবে নিভৃতে এসেছেন আমাদের বাড়িতে, শুনেছেন আমাদের পরিবারের কথা।
এমন বিশাল মনের মানুষ ইদানিং পাওয়াই দুষ্কর।তিনি কাজ করেছেন মানবতার জন্য। ইসলাম ধর্মের কাছে প্রতিটি ধর্ম ও গোত্রের মানুষ কতটা নিরাপদ, তার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে যাচ্ছেন আলহাজ আনোয়ার খাঁন। খেটে খাওয়া দিনমজুর ভ্যান চালকরা বলেন, কুমারখালী খোকসার একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা এতোটুকু বলতে পারি, এমন ব্যক্তিকে এই কুমারখালী খোকসার অভিভাবক হিসেবে পাওয়া, এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্যের। ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা সভাপতি থেকে খান সাহেব এখন মানুষের হৃদয়ের কোণে অভিভাবকের জায়গা করে নিয়েছেন। কৃষক, শ্রমিক, মজদুর ও মেহনতী মানুষ সহ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আস্থাভাজন ব্যাক্তি-ভাই, বন্ধু-স্বজন হয়ে উঠেছেন। এদিকে আলহাজ্ব আনোয়ার খানের সঙ্গে সংবাদ প্রচারের উদ্দেশ্যে যোগাযোগ করা হলে তিনি বলেন,আল্লাহ তায়ালা আমাকে অহংকার ও বড়ত্বমুক্ত জীবন দান করুক। আমাকে আল্লাহ তায়ালা যা সম্পদ দিয়েছে এরমধ্যে গরীবদের হক রয়েছে, আমি শুধু সেই হক আদায় করে আল্লাহ তায়ালার পক্ষ্য থেকে দায়িত্ব পালন করছি, এগুলো প্রচার করা আমার উদ্দেশ্য নয়।আপানারা আমাকে ক্ষমা করবেন। জনগণের অনুরোধ ও চাহিদা অনুসারে এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল হওয়াতে, দল ও জনগণ চেয়েছে বিধায় আমি কুষ্টিয়া-৪ আসন (খোকসা-কুমারখালি) এর এমপি পদপ্রার্থী হয়েছি, নেতা হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, জনগণের সেবক হতে চাই। হযরত ওমরের মতো নিরবে নিভৃতে কাজ করে যেতে চাই।

Discussion about this post