নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ’আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ এ শ্লোগানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।
বুধবার ১১টায় উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠি সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. ইউজিন নকরেক।
এ সময় অনুষ্ঠানে কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ইউসিজিএম সভাপতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম এর সহসভাপতি মিস্টার অজয় এ মৃ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী মামুনুর রশীদ। অনুষ্ঠানের মুল আলোচক লেখক ও গবেষক মি. থিওফিল নকরেক।
বর্ণাঢ্য শোভাযাত্রার পর জাতীয় সঙ্গীত, গারোদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি বাজিয়ে ও নৃত্যের তালে তালে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর বিশেষ প্রার্থনা, প্রয়াত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গারো নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান, ছরোয়ার আলম খান আবু। উপজেলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠিনা নকরেক, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম। ক্ষুদ্র নৃগোষ্ঠি নেতা গৌরাঙ্গ বর্মণ, ভরত চন্দ্র বর্মণ, মি. প্রলয় নকরেক, জাসিন্তা নকরেক, অর্চনা নকরেক, মি. প্রবীণ এন, কে বর্মণ, জয় যেত্রা, এপ্রিল পৌল মৃ, রঞ্জিত নকরেক, রেভা মধুনাথ সাংমা প্রমুখ।
এসময় অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠি নেতারা আদিবাসী স্বীকৃতি ও তাদের অধিকার আদায়ের পক্ষে জোরালো দাবি তুলে ধরেন ।
দৈনিক দেশতথ্য//এইচ//