Print Date & Time : 13 September 2025 Saturday 11:05 pm

মধুপুরে কৃষকদের মাঝে ফিলিপাইনের আনারসের চারা বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে প্রনোদনা কর্মসূচির কৃষকদের মাঝে বিনা মূল্যে ফিলিপাইনের এমডি-২ সুপার সুইড জাতের আনারসের চারা বিতরণ করা হয়েছে। আনারসের রাজধানী হিসেবে খ্যাত লাল মাটির মধুপুর গড়ে আনারসের বৈচিত্র্য ও জাত উন্নয়নের জন্য কৃষকদের মাঝে ফিলিপাইন থেকে এনে এ চারা বিতরণ করা হয়।

১০ মে বুধবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হল অনুষ্ঠিত সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, ঢাকা খামার বাড়ির সরজমিন উইং পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি মন্ত্রনালয়ের উপ সচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খান, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা, কৃষি মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী, টাঙ্গাইলের উপ পরিচালক আহসানুল বাসার, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু প্রমুখ।

পরে মধুপুর গড়ের ১২০ জন কৃষককের মাঝে দুই লক্ষ ৭০ হাজার ফিলিপাইনের জাতের সুপার সুইড জাতের আনারসের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।


বক্তারা বলেন, এ এমডি-২ সুপার সুইড আনারস বিশ্ব বিখ্যাত। এ আনারস নতুন দিগন্তের সূচনা করবে। সাধারণ আনারসের চেয়ে ৪ গুন ভিটামিন সি বেশি। অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। সবুজ থাকতেও মিষ্টি লাগে। মধুপুর থেকে প্রথম আসারস বিদেশে রপ্তানি শুরু হবে এমনটাই প্রত্যাশা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ মে ২০২৩