নাজিবুল বাশার, মধুপুর( টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে জৈবিক উপায়ে বিষমুক্ত সবজি চাষ নিয়ে কৃষকদের সাথে মত বিনিময় সভা করেছে কৃষি বিভাগ।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে কুড়াগাছা ব্লকে উপকার ভোগী কৃষকদের সাথে এ মত বিনিময় সভা করা হয়।
৬ মে শনিবার মধুপুর উপজেলার কুড়াগাছা কৃষি গ্রামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী।
এ সময় বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এনামুল হক, উপসচিব সুষমা সুলতানা, ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, টাঙ্গাইলের উপ পরিচালক উদ্যান মাহমুদুল হাসান, , অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, কৃষি সপ্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার, উপসহকারি কৃষি কর্মকর্তা তাপস কুমার পাল, মাজেদুর রহমান, কৃষক আলমগীর হোসেন ও কম্পোস্ট চাষী জেসমিন আক্তার প্রমুখ।
এর আগে কুড়াগাছা গ্রামের বিষমুক্ত বেগুন, করল্লা, ঢেড়স,পটলসহ বিভিন্ন ফসলের মাঠ, কৃষি মডেল গ্রামের বিভিন্ন কম্পোনেন্ট পরিদর্শন ও ধান কাটার উদ্ভোধন করেন।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা, কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post