নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ স্লোগানে মধুপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ঈসমাইল হোসেন।
প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আঞ্জুম পিয়া, সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, বাংলাদেশ জামায়াত ইসলামের মধুপুর পৌরসভার আমির রেজওয়ান উল্লাহ খান, ছাত্রনেতা সবুজ মিয়া, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ও মধুপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও পাঁচপটল ডিগ্রি কলেজের অধ্যাপক মেজবাহ উদ্দিন, কালেের স্রোতে রাতের পত্রিকার মধুপুর প্রতিনিধি ও পাঁচপটল ডিগ্রি কলেজের প্রভাষক লিয়াকত হোসেন জনী, দৈনিক জনবাণী পত্রিকার মধুপুর প্রতিনিধি ও ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার, যুব উদ্যোক্তা দেলোয়ার হোসেন, আসমা খাতুন প্রমূখ।