Print Date & Time : 26 August 2025 Tuesday 12:37 pm

মধুপুরে ধান চাষ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল):
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে আউশ ধান চাষ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে বৃহত্তর আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধান চাষ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

কর্মশালায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্ত খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. কবির হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত ঢাকা খামারবাড়ির সরজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্ত ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, টাঙ্গাইল জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার আক্তার রিভা ও তাজবি নূর রাত্রী।

কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের বিভিন্ন সফলতার দিক তোলে ধরেন কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।

এ সময় প্রকল্পের ফসলের নিবিড়তা নিয়ে আলোচনা করা হয়। এ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ, রঙিন ফুলকপিসহ বিভিন্ন ফসল নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি আয়োজিত কর্মশালায় টাঙ্গাইল জেলার কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//