নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) :
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই শ্লো গানে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত সারা দেশের ন্যায় ৪৬৬ উপজেলায় এ সেবা সপ্তাহের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলা প্রাণি সম্পদ আয়োজিত সেবা সপ্তাহের আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মধুপুর পৌর সভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মি, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন, মির্জা বাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, উপজেলা ভেটেনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাণি সম্পদ প্রদর্শনী ও স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাড়, মহিষ, গাভী, বাছুর, হাঁস মুরগি, দেশী বিদেশি ছাগল নিয়ে আসে লাল মাটির মধুপুর অঞ্চলের গারো সম্প্রদায়ের খামরি ও কৃষকরা। উন্নত জাতের দামী কবুতরের পালন করা খামারিরা তাদের কবুতর ও নানা জাতের পাখি নিয়ে এসেছে প্রদর্শনীতে। স্টল বসেছে বিভিন্ন কোম্পানির প্রযুক্তি নির্ভর সেবা সামগ্রীর। প্রদর্শনীতে বিভিন্ন ধরণের প্রায় ৪০ টির অধিক স্টল বসেছে বলে প্রাণি সম্পদ কর্মকর্তা জানিয়েছে ।
প্রাণি সম্পদের এ সেবা সপ্তাহে মধুপুরের বিভিন্ন গ্রামের কৃষক, খামারি, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post