Print Date & Time : 13 September 2025 Saturday 6:54 pm

মধুপুরে লীলা কীর্তন শুরু

টাঙ্গাইলের মধুপুরে বিশ্বশান্তির কল্পে সনাতনধর্মের তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে।

গত বুধবার থেকে নিত্যলীলা প্রবিষ্ট গোপাল পাগল গোস্বামীর ৯৬তম তিরোধান দিবস উপলক্ষে শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের উদ্যোগে এ অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ ভাবে যাত্রা শুরু হয়ে চলবে ৪৮ প্রহর (৬দিন) ব্যাপী।

এ সময় নামসুধা পরিবেশন করবেন শ্রী গোপাল পাগল সম্প্রদায়-মধুপুর , হরি সম্প্রদায়-নীলফামারি, শচীমাতা সম্প্রদায়-খুলনা, কৃষ্ণ সারথি সম্প্রদায়-সিরাজগঞ্জ, গোবিন্দমন্দির সম্প্রদায়-নীলফামারী, মহালক্ষ্মী সম্প্রদায়-গোপালগঞ্জ, মা সারদা দেবী সম্প্রদায়-সিরাজগঞ্জ এবং অষ্টকাকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন, শ্রী হৃদয় কৃষ্ণ দাস-টাঙ্গাইল, শ্রীম তী তৃষ্ণা দেবনাথ-বগুড়া, শ্রী নরোত্তম দাস বাবলু-চাঁপাই নবাবগঞ্জ।
এ আয়োজনকে ঘিরে সনাতনধর্মের লোকদের মাঝে ভাতৃত্ববোধ জাগরিত হয়। তৈরি হয় নিজেদের পারস্পারিক সম্পর্কের সেতুবন্ধন। এ দিন মূল অনুষ্ঠানস্থলের বাহিরে দেখা মিলে অন্যরকম এক মনোরম পরিবেশের। নানা দোকানী বিকি কিনি করে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যগত রকমারি দ্রব্যসামগ্রী।
শিশুদের নাগরদোলাসহ বিনোদনের নানা রাইডস এবং খাবার হোটেল এ সকল কিছুর সমন্বয়ে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শ্রী অপূর্ব সিংহ টনি ও শ্রী সুবল চন্দ্র সাহা এবং ধর্ম বিষয়ক সম্পাদক সন্তষ বণিক বলেন, বিশ্বশান্তি কল্পে তারা প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। শ্রী সুজন মজুমদার ও সহকারী অধ্যাপক শ্রী মানিক চন্দ্র বসু জানান, তারা ছোট সময় থেকে এ অনুষ্ঠান দেখে আসছেন ।
এ বছর তারা আয়োজক কমিটিতে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, যাতে আগত অতিথি ও ভক্ত বৃন্দ সুন্দর ও সাবলীল ভাবে এ লীলা কীর্তন অনুষ্ঠান উদযাপন করতে পারেন।
ভক্ত বৃন্দ, সকল শ্রেণীর নারী-পুরুষ ও শিশুদের পদচারণায় এক নব মেলবন্ধনে আবৃত হয় উৎসব অঙ্গন । ২০ ডিসেম্বর বুধবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৭ ডিসেম্বর বুধবার পর্যন্ত।

দৈনিক দেশতথ্য//এইচ//