টাঙ্গাইলের মধুপুরে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে।
দেশের তিনটির অন্যতম মধুপুর পৌর শহরের চাড়ালজানীতে নির্মাণ প্রক্রিয়াধীন সেন্টারটি ভার্চুয়ালি একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া একই সাথে দেশের ৫৫৫টির অন্যতম মধুপুর উপজেলা কমপ্লেক্স ভবনের পঞ্চম তলায় নিমার্ণাধীন জয় সেট সেন্টার (স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রের্নিং সেন্টার) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মেয়র সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলী, জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মনি প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন
Discussion about this post