Print Date & Time : 10 May 2025 Saturday 6:12 pm

মধুপুরে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের ৩০ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কমিউনিটি মোবিলাইজেশন এবং সচেতনতা বৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শনিবার ৯ নভেম্বর বিকালে মধুপুর পৌরসভা হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জুবায়ের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা ও কাউন্সিলর গোলাম মোস্তফা হোসাইন, স্যানিটেশন প্রকল্প কমিউনিটি মোবিলাইজেশনার হাসিনা আক্তার, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এমরান হোসেন, গণমাধ্যম কর্মী, সুধীজন প্রমুখ।

পৌর নাগরিকদের অংশগ্রহণে এ সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভায় আলোচক বৃন্দ জনসাধারণের বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও সমস্যা সমাধানে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এতে তারা বলেন, সারা বাংলাদেশে ৩০ টি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্য সম্মত টয়লেট, ড্রেনেজ সিস্টেম, আধুনিক পদ্ধতিতে ট্রাকের মাধ্যমে পয়োবর্জ্য ব্যবস্থাপনা, ৬ লক্ষ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাংকি এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ , দরিদ্র জন গোষ্ঠীর জন্য পারিবারিক টয়লেট, ইজারা পদ্ধতিতে পাবলিক টয়লেট নির্মাণ করা, গার্বেজ ট্রাক ও ভ্যানের মাধ্যমে আবর্জনা অপসারণ, গুরুত্বপূর্ণ পয়েন্টে আগুন নির্বাপকের জন্য পানির লাইন স্থাপন করা সহ নানা নাগরিক সুযোগ – সুবিধার বৃদ্ধির উদ্যোগ করা হয়েছে । পৌর নাগরিকগণ স্বল্প ব্যয়ে এসব সুবিধা ভোগ করতে পারভেন বলে তারা উল্লেখ করেন।