Print Date & Time : 24 August 2025 Sunday 10:44 pm

মধুপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল:
সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন মধুপুর সংগঠনটি।আর এই আনন্দের অংশীদার হতে প্রতি বছরের ন্যায় এবারও এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন মধুপুর, উত্তর টাঙ্গাইলের স্বেচ্ছাসেবীরা।

৭ এপ্রিল রবিবার সকাল থেকেই মধুপুর পৌরসভা থেকে শুরু করে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিতদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার পেয়ে মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে উপকার গ্রহণকারীদের।

ঈদ সামগ্রী বিতরণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রভাষক লিয়াকত হোসেন জনী, প্রভাষক নাজিবুল বাশার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির পরিচালক ফোরামের সদস্য রাজু আহমেদ, সিফাত হোসেন, ফারদিন ইসলাম, জিহাদ হোসেন, মো. সাগর, হারুণ অর রশিদ, আবু হানিফ, মো. বাপ্পি, অন্যান্য সংগঠনের স্বেচ্ছাসেবী, এলাকাবাসী প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ//