Print Date & Time : 24 August 2025 Sunday 11:14 pm

মধুপুরে হেল্থ ট্রেনিং শুরু

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) সংবাদদতা:
মধুপুরে দুই দিন ব্যাপী সেকেন্ডারি স্কুল টিচার্স অন এডোলসেন্ট হেল্থ ট্রেনিং শুরু হয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান।

আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশীদ, স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমাতুজ্জ জহুরা, ডা. বিশ্বজিৎ প্রমুখ।
উপজেলার কলেজ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কৈশোরকালিন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কৈশোরকালিন সময়ে যাতে শিক্ষার্থীরা সচেতন হয়, বিপদগামী না হয় সে বিষয়ে গুরুত্বরোপ করা হয়।

এ সময় মাদক, কিশোর গ্যাং, বাল্য বিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন করতে শিক্ষকদের মাধ্যমে এ ম্যাসেজগুলো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে সচেতন করতেই শিক্ষকদের এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণ ১৯ ও ২০ মার্চ দুই দিন চলবে। প্রশিক্ষনে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করে।

দৈনিক দেশতথ্য//এইচ//