কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল মধ্যস্বত্বভোগীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, সিন্ডিকেটের কারনে রমজানে নিত্যদিনের দাম বৃদ্ধি পেয়েছে। কৃষকের বদল হলেই দাম দ্বিগুন বেড়ে যায়। এগুলো আর সহ্য করা হবেনা। দুই – এক দিনের মধ্যে সিন্ডিকেট সমস্যার সমাধান হতে হবে। না হলে সরাসরি কৃষক বাজার বা একাধিক ভ্রাম্যমাণ বাজার স্থাপন করা হবে।’
সোমবার দুপুরে বাজার মনিটারিং টিমের সদস্যদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল এ হুশিয়ারি দেন।
সভায় কুষ্টিয়ার কুমারখালীতে আড়ৎদার বা মধ্যভোগীদের সিন্ডিকেটের কারণে রমজানের শুরুতেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উপজেলা বাজার মনিটারিং কমিটির সদস্যরা এমন অভিযোগ করেন।
সভায় উপজেলা বাজার মনিটারিং টিমের আহবায়ক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহীদুল ইসলাম, কমিটির সদস্য সচিব ও খাদ্য গুদামের নিয়ন্ত্রক, সহ অন্যান্য সদস্যরা, ব্যবসায় সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য// এল//