Print Date & Time : 24 August 2025 Sunday 4:32 pm

মনপুরায় জাতীয় ভোটার দিবস পালিত

মোঃ ছালাহ উদ্দিন, মনপুরা(ভোলা) সংবাদদাতা :
“সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় নির্বাচন অফিস উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।

শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সামনে থেকে একাটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় নির্বাচন অফিস কার্যলয়ে সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে নির্বাচন অফিস হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসু সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম।
পরে দুপুর ১২ টায় ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে ভোটার নিবন্ধনের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম। এই সময় ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা নতুন ভোটার হিসাবে নিবন্ধন করা হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মিয়া, ওসি তদন্ত মোঃ তারেক, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু, জনস্বার্থ প্রকৌশলী মোঃ আশ্রাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার আবদুল্লাহ আল নোমান,নির্বাচন অফিস সহকারী মোঃ আরিফসহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

দৈনিক দেশতথ্য//এইচ//